ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৭৯৭

হরতালের সমর্থনে বৃহস্পতিবার রাজধানীতে পদযাত্রা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ৩ জুলাই ২০১৯  

গ্যাসের মূল্য বুদ্ধির প্রতিবাদে বাম জোটের আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতালের সমর্থনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গাবতলী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ পদযাত্রায় অংশগ্রহণ করবেন। পদযাত্রার শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এ হরতাল ডেকেছে। 

বুধবার (৩ জুলাই) বাম গণতান্ত্রিক জোট আহূত সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালে সমর্থনের পাশাপাশি সভা সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল জোট। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যর উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন- গণতান্ত্রিকক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। বক্তব্য রাখেন বসাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, জোটের শীর্ষনেতা মোস্তফা আল খালিদ, রফিকুল ইসলাম, শামসুল হক সরকার, আবু মাসুম, রাসেল আহমেদ, মাস্টার খোকন ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।